ছয়দিন পর করোনা শনাক্ত হাজার ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৮ জানুয়ারি ২০২১

ছয়দিন পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

গত একদিনে ১৫ হাজার ৬৩৪টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করে নতুন এক হাজার সাতজন করোনা রোগী শনাক্ত হয়।

১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক হাজারের নিচে থাকলেও ৭ জানুয়ারি রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়।

১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৯৯০, ৬৮৪, ৮৩৫, ৯১০, ৯৯১ এবং ৯৭৮ জন।

এদিকে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১০ জন। প্রায় দুই সপ্তাহ পর করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ জনের বেশি দাঁড়াল।

এমইউ/ এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।