করোনার নমুনা পরীক্ষা ৩৭ লাখ ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের রোগী শনাক্তকরণে নমুনা পরীক্ষা ৩৭ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৩৭২টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোট ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৮৯ হাজার ৯০৭টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮ লাখ ১৭ হাজার ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়।

শুরুর দিকে শুধুমাত্র স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআরের একমাত্র পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হলেও পরবর্তীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সর্বমোট ২০৬টি নমুনা পরীক্ষা চালু হয়। মোট নমুনা পরীক্ষার মধ্যে আরটি পিসিআর ল্যাব ১১৬টি, জিন এক্সপার্ট ল্যাব ২৮টি এবং র্যাপিড এন্টিজেন ল্যাবের সংখ্যা ৬২টি।

এমইউ/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।