প্রতিমন্ত্রী, সচিবসহ করোনার টিকা নিতে চান নৌপরিবহনের ৫০ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং মন্ত্রণালয় ও অধীন সংস্থার গুরুত্বপূর্ণ ৪৮ জন কর্মকর্তা করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী।

এজন্য গত ২ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তাদের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

ভ্যাকসিন নিতে ইচ্ছুক উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর সুমস মাহমুদ সাব্বির, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যার কমোডোর হুমায়ুন কল্লোল, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যার এএসএম আলী কবীর এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবরা।

আরএমএম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।