পার্শ্বপ্রতিক্রিয়ার শঙ্কা থাকলে নিশ্চয় টিকা নিতাম না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

করোনা টিকা নেয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘টিকা সম্পূর্ণ নিরাপদ। পার্শ্বপ্রতিক্রিয়া, শঙ্কা থাকলে নিশ্চয়ই টিকা নিতাম না।’

রোববার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১ টায় রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেয়ার পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এটা একটা চমৎকার অনুভূতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস থেকে রক্ষার্থে এ উদ্যোগ গ্রহণ করেছেন। সবাই আন্তরিকতা ও উচ্ছ্বাসের সঙ্গে এগিয়ে এসেছেন।’

তিনি বলেন, ‘আমরা মন্ত্রীরা এই করোনা ভ্যাকসিন নেয়ার সঙ্গে সঙ্গে অন্যরাও উৎসাহিত হবেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, সংশয় নেই, কোনো শঙ্কা নেই। স্বাস্থ্য সেবায় প্রধানমন্ত্রীর উদ্যোগে দলমত নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিৎ।’

মন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে নেতিবাচক প্ররোচনায় বিভ্রান্ত হওয়ার কারণ নাই। চিকিৎসা বিজ্ঞানের বিশিষ্ট ব্যক্তিরা, চিকিৎসকরা সবাই বলছেন এটা চমৎকার। আমরাও গ্রহণ করে প্রমাণ করেছি, কোনো শঙ্কা কিংবা সংশয় নাই।’

এসএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।