চট্টগ্রামে প্রথম দিনে টিকা নিলেন ১ হাজার ৯০ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

 

করোনাভাইরাস প্রতিরোধে টিকাদানের প্রথম দিনে চট্টগ্রাম নগর ও ১৪ উপজেলায় মোট ১ হাজার ৯০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে নগরে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন টিকাগ্রহণ করেছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ‘চট্টগ্রামের ১৪ উপজেলায় ৬৬৭ জন প্রথম দিনে টিকা নিয়েছেন। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৭ হাজার ৬৬০ জন। এছাড়াও নগরের ছয়টি কেন্দ্রে আরও ৪২৩ জন টিকা নিয়েছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনে লোহাগাড়া উপজেলায় ২০ জন, রাঙ্গুনিয়ায় ৭০ জন, ফটিকছড়িতে ১৮ জন, বাঁশখালীতে ৪০ জন, আনোয়ারায় ৭০ জন, সীতাকুণ্ডে ৩৯ জন, সাতকানিয়ায় ৪০ জন, রাউজানে ১০ জন, মিরসরাইয়ে ৫০ জন, চন্দনাইশে ২০ জন, বোয়ালখালীতে ৫০ জন, হাটহাজারীতে ১৫০ জন, সন্দ্বীপে ২০ জন এবং পটিয়া উপজেলায় ৭০ জন টিকা নিয়েছেন।

jagonews24

প্রথম ডোজ নেয়া ব্যক্তিদেরকে চার সপ্তাহ পরে একই স্থানে দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানান সিভিল সার্জন।

এর আগে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের টিকা নেয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়। শিক্ষা উপমন্ত্রীর টিকাগ্রহণের পর দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিবিদ টিকা নেন।

এই তালিকায় ছিলেন- সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি প্রমুখ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, সোমবার (৮ ফেব্রুয়ারি) নগরের নতুন আরও চারটি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

আবু আজাদ/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।