২৪ ঘণ্টায় মৃত্যু নেই চার বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাসে দেশের চার বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। অবশিষ্ট চার বিভাগ- রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

মারা যাওয়া রোগীদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা যান। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৩৯ জন।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক চার হাজার ৫৯৫ জন (৫৫ দশমিক ৭৭ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন ১৯৩ জন (দুই দশমিক ৩৪ শতাংশ) করোনায় মারা গেছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫১২ জন (১৮ দশমিক ৩৫ শতাংশ), রাজশাহী বিভাগে ৪৭০ জন (পাঁচ দশমিক ৭০ শতাংশ), খুলনা বিভাগে ৫৫৪ জন (ছয় দশমিক ৭২ শতাংশ), বরিশাল বিভাগে ২৪৮ জন (তিন দশমিক শূন্য ১ শতাংশ), সিলেট বিভাগে ৩০৮ জন (তিন দশমিক ৭৪ শতাংশ) এবং রংপুর বিভাগে ৩৫৯ জন (চার দশমিক ৩৬ শতাংশ) রোগীর মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪০২ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৮৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৫ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

এমইউ/জেডএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।