শাহজালাল বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইনে ১০ লাখের বেশি যাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করোনাকালে সাড়ে ১০ লাখের বেশি যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে ১০ লাখ ২৯ হাজার ৪১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ২৩ হাজার ৭৩৭ জনকে সরকারি প্রাতিষ্ঠানিক ও আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দুটি মিলিয়ে মোট কোয়ারেন্টাইনের আওতায় আসেন ১০ লাখ ৫৩ হাজার ১৫৫ জন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবাসিক কোয়ারেন্টাইনে পাঠানো ২৩ হাজার ৭৩৭ জনের মধ্যে দুই হাজার ১২৬ জন যাত্রী যুক্তরাজ্য ফেরত। করোনমুক্ত সনদ নিয়ে এলেও তাদেরকে বাধ্যতামূলকভাবে আবাসিক হোটেলে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সাতদিন পর নমুনা পরীক্ষায় করোনামুক্ত থাকলে তাকে বাসায় এবং নেগেটিভ হলে তার নিজস্ব খরচে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক ডা. পাবন আহমেদ জানান, ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৩২টি ফ্লাইটে চার হাজার ৩৫ জন যাত্রী আসেন। তাদের মধ্যে ৭টি ফ্লাইটের ৩৯ জন যাত্রীকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের সকলেই যুক্তরাজ্য ফেরত।

এমইউ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।