চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৩১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০২ পিএম, ১২ মার্চ ২০২১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৩১ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৭৯ এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৭৮ জনে।

শুক্রবার (১২ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা করে ১৩১ জনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ১১২ জন এবং বিভিন্ন উপজেলায় ১৯ জন।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

নগরের বেসরকারি হাসপাতাল শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ এসেছে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়নি।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

আবু আজাদ/এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।