ডিএমপিকে ৫ লাখ মাস্ক উপহার দিল আমিন মোহাম্মদ ফাউন্ডেশন
করোনা মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ৫ লাখ মাস্ক উপহার দিয়েছে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন।
সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে ডিএমপি সদর দফতরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে মাস্ক হস্তান্তর করেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মঈনুল হক, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মিরাজ উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. আনিসুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ) মো. সাজ্জাদুর রহমান।
আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির সেক্রেটারি মো. পারভেজ আলম, হেড অব অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি মো. নূর-ই সাইফুল্লাহ ফয়সাল ও চিফ প্রটোকল অফিসার মুনিফ আম্মার।
টিটি/এমএইচআর/জিকেএস