বাংলা গান শোনালেন ভারতীয় তরুণী, আসতে চান বাংলাদেশে

তৌহিদুজ্জামান তন্ময়
তৌহিদুজ্জামান তন্ময় তৌহিদুজ্জামান তন্ময় , জ্যেষ্ঠ প্রতিবেদক বেনাপোল সীমান্ত থেকে
প্রকাশিত: ০৭:১১ পিএম, ৩১ মার্চ ২০২১

ভারতীয় তরুণী তান্বিষ্ঠা শিকদার। বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এসে শোনালেন ‘এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও’ এবং ‘ও আমার দেশের মাটি’ গান দুটি। দুই দেশের ‘রিট্রিট সিরিমনি’ দেখতে তান্বিষ্ঠা এসেছিলেন মামার সঙ্গে। তার বাবা পেট্রাপোল সীমান্তে বিএসএফ কর্মকর্তা।

গত ২৬ মার্চ বিকেলে বেনাপোল-পেট্রাপোলে বিজিবি-বিএসএফ যৌথ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠান শেষে তান্বিষ্ঠা শিকদার নো-ম্যান্স ল্যান্ডে এসে কথা বলেন জাগো নিউজের সঙ্গে।

বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের পরিচয় দেয়ার পরে তিনি বাংলাদেশে আসার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের অনেক কথা শুনেছি। তবে কখনও যাওয়ার সুযোগ হয়নি। নাটোরে আত্মীয় আছে। সময় পেলে নাটোরে যাওয়ার ইচ্ছা আছে।’

Tannishta

বাংলাদেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পেরে উচ্ছ্বসিত তান্বিষ্ঠা শিকদার। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কেমন সেটা দেখার ইচ্ছা আজ পূর্ণ হলো। এ দেশের মানুষ খুব আন্তরিক শুনেছিলাম। ভাষা এক হওয়ায় সহজে কথা বলেছি। ছোটবেলা থেকেই মা-বাবার কাছে বাংলাদেশের কথা শুনে আসছি। তখন থেকেই ইচ্ছে ছিল বাংলাদেশ দেখব।’

তিনি আরও বলেন, ‘যেমনটি শুনেছিলাম ঠিক তেমনি। এখানেও দিগন্তজোড়া সবুজ মাঠ, গাছপালা, নদী আছে। এগুলো দেখে প্রাণ জুড়িয়ে গেল।’

jagonews24

বাংলাদেশের ইলিশের প্রশংসা করতেও ভোলেননি তান্বিষ্ঠা শিকদার। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতি বছর আমাদের ওখানে ইলিশ যায়। ভীষণ স্বাদ ওটার।’

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ একটি স্লোগানে তোলপাড় শুরু হয়েছে। রাজনীতির মাঠ এখন সরগরম ‘খেলা হবে’ স্লোগানে। এ প্রসঙ্গে একটু মুচকি হেসে তান্বিষ্ঠা শিকদার বলেন, ‘স্লোগানটি এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। সবাই এখন বলছে খেলা হবে।’

টিটি/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।