মিরপুরেও নেই লকডাউনের প্রভাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৫ এপ্রিল ২০২১
মানুষের আনাগোনা স্বাভাবিক মিরপুরে

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকারের দেয়া লকডাউনের প্রথম দিন রাস্তা-ঘাটে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমনকি লকডাউনে যেসব দোকানপাট বন্ধ থাকার কথা সেগুলোরও কিছু অংশ খোলা রয়েছে। এছাড়া সামাজিক দূরত্বও যথাযথভাবে মানতে দেখা যাচ্ছে না।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর দক্ষিণ মনিপুর, মনিপুর, সেনপাড়া, মিরপুর-২ নম্বর ঘুরে এমন চিত্র দেখা যায়।

এসব এলাকায় সরেজমিনে দেখা যায়, রাস্তার প্রতিটি গলির দোকানপাট খোলা। ভ্যানে করে সবজি বিক্রি চলছে হরদম। মানুষের আনাগোনাও স্বাভাবিক।

jagonews24

রাস্তার প্রতিটি গলির দোকানপাট খোলা

মিরপুর-২ নম্বরের বড়বাগ বাজারে গিয়ে দেখা যায়, কাঁচাবাজার, মুদির দোকানসহ কাপড় ও প্রয়োজনীয় দ্রব্যের দোকানও খোলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কাপড়ের দোকানের কর্মচারী বলেন, ‘মালিক দোকান খোলা রাখতে বলেছেন, তাই দোকান খুলেছি। তবে পুরো দোকান খুলি নাই। দুই পাশ বন্ধ রেখে এক পাশ খুলেছি।’

পুলিশ ঝামেলা করবে কি না জানতে চাইলে তিনি জানান, ‌পুলিশের ঝামেলার জন্যই পুরো দোকান খুলিনি। তবে পুলিশ আসার খবর পেলে দোকান বন্ধ করে দেব।

jagonews24

নেই সামাজিক দূরত্ব মানার বালাই

বড়বাগ বাজারের কথা হয় কয়েকজনের সঙ্গে। তারা বলেন, গত বছর করোনা সম্পর্কে মানুষের ভয় বেশি ছিল। তাই লকডাউন দেয়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাট জনমানবশূন্য হয়ে গিয়েছিল। কিন্তু এবার মানুষের করোনা সম্পর্কে ধারণা আছে, তারা আগের মতো ভয় পায় না। সরকার লকডাউন দিলেও মানুষ তাদের প্রয়োজনে ঠিকই বাইরে বের হচ্ছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সাত হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত ও অর্ধশতাধিক মৃত্যু হয়েছে। এক মাস আগেও আক্রান্তের সংখ্যা ছিল হাজারেরও নিচে। মৃত্যু সংখ্যাও ছিল অনেক কম। এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে সাত দিনের লকডাউন শুরু হয়েছে।

পিডি/এমএসএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।