মার্কেট খোলার দাবিতে বঙ্গবাজারের ব্যবসায়ীদের বিক্ষোভ
অডিও শুনুন
স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শপিংমল-দোকানপাট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছেন বঙ্গবাজার কমপ্লেক্সের ব্যবসায়ীরা। বুধবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে বঙ্গবাজার কমপ্লেক্সের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিলে ‘লকডাউন চাই না, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চাই’, ‘স্বাস্থ্যবিধি মানব দোকানপাট খুলব’, ‘আমাদের দাবি মানতে হবে দোকানপাট খুলতে হবে’, ‘গণপরিবহন চললে মার্কেট কেন বন্ধ থাকবে’ ইত্যাদি স্লোগান দেন তারা।
এর আগে মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গতবছর করোনায় লকডাউন থাকায় বঙ্গবাজার ব্যবসায়ীদের শত কোটি টাকা লোকসান হয়েছে। এবারও লকডাউনের অজুহাতে মার্কেট বন্ধ থাকলে সবাইকে পথে বসতে হবে। এখন স্বাস্থ্যবিধি নশ্চিত করে মার্কেট খুলে দিতে হবে। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিতে পারে সরকার।
বক্তারা আরও বলেন, লকডাউনের তৃতীয় দিন আজ বুধবার ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলছে। কলকারখানা, গার্মেন্টসও খোলা রয়েছে। তাহলে কোন যুক্তিতে মার্কেটে বন্ধ থাকবে। সরকারকে অবশ্যই ব্যবসায়ীদের লোকসানের দিকটাও বিবেচনা করতে হবে।
মানববন্ধন শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া কর্মচারী হাসপাতাল, এনেস্কো টাওয়ার, আনন্দবাজার এলাকা বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।
এমএমএ/এএএইচ/এএসএম