বিএসএমএমইউতে আরও ১৮২২ জনের টিকাগ্রহণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২১

দেশব্যাপী করোনার দ্বিতীয় দফার টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে শনিবার (১০ এপ্রিল) আরও এক হাজার ৮২২ জন টিকা নিয়েছেন।

তাদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৬৫৬ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৬৬ জন।

এখন পর্যন্ত বিএসএমএমইউতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫২ হাজার ২৪৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ১৭ জন।

বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শনিবার সকালে কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা দেন। তার সঙ্গে বিএসএমএমইউয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউতে আজ যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় রয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদ, অডিটর জেনারেল মোহাম্মদ মোসলিম উদ্দিন চৌধুরী, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ বাহলুল মজনু চুন্নু প্রমুখ।

এদিকে বিএসএমএমইউ কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনে স্থাপিত পিসিআর ল্যাবে আজকের ৬৯৯ জনসহ এ পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২৯৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে শনিবারের ৩০১ জনসহ এ পর্যন্ত ৮৮ হাজার ৬৯৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে বিএসএমএমইউয়ের করোনা ইউনিটে শনিবার সকাল আটটা পর্যন্ত ৭ হাজার ৬৫৪ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৫১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৬৭১ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। এখানে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন রোগী।

এমইউ/এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।