পরিবহন শ্রমিকদের মাঝে এনায়েত উল্যাহর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২১

লকডাউনে মহাখালী বাস টার্মিনালের এক হাজার ২০০ কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্যাহ। রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টায় মহাখালী বাস টার্মিনালের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। এখন তাদের পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সব পরিবহন মালিককে শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসতে হবে।

tran2

তিনি বলেন, এই করোনা মহামারি এবং লকডাউন কতো দিন চলবে, তা কারোরই জানা নেই। এই দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে সরকারকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

এমএমএ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।