কামরাঙ্গীরচরের ৫০০ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০১ মে ২০২১

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনার সংকটকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর।

শনিবার (১ মে) দুপুরে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ স্কুল প্রাঙ্গণে ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলামের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন তিনি। এ সময় অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন সংসদ সদস্য কামরুল ইসলাম।

নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর সাইদুল ইসলাম মাদবর বলেন, ৫৭ নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে ৫০০ অসহায় দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। সেই সঙ্গে সংসদ সদস্যের এই আর্থিক সহায়তা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে যথোপযুক্ত লোকের মাঝে যথাযথভাবে বিতরণ করতে পেরেছি। এজন্য আমরা আনন্দিত।

এছাড়া নগদ অর্থ সহায়তা ছাড়াও আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত গরীব, দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএমএ/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।