করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে ৫ কোটি অনুদান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০২ মে ২০২১

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন।

এছাড়াও এই ট্রাস্টের পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য জমি ক্রয় বাবদ ‘আশ্রয়ণ প্রকল্প’কে পাঁচ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই ১০ কোটি টাকা বঙ্গবন্ধুকন্যা ব্যক্তিগত উদ্যোগে প্রদান করেছেন। সমাজের বিত্তশালী মানুষকে দরিদ্র ও দুস্থ মানুষের সহায়তায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন।

এসইউজে/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।