কর্মহীন-দুস্থদের মাঝে সেনাবাহিনীর এমপি ইউনিটের ত্রাণ বিতরণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৪ মে ২০২১

 

করোনাভাইরাসের মহামারিকালে মানবিক সহযোগিতার দিক বিবেচনায় কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সেনাবা‌হিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত র‌য়ে‌ছে।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশক্রমে সেনাসদর, এজি’র শাখা, পিএস পরিদফতরের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৪ মে) ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন আশপাশের এলাকায় ত্রাণ বিতরণ করেছে আর্মি এমপি ইউনিট।

আর্মি এমপি ইউনিটের সদস্যরা বনানী, ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং ভাষানটেক এলাকার ১০০টি অসহায় ও কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করে।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আর্মি মিলিটারি পুলিশের অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

এমইউ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।