সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে বিআরটিএর সেবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ এএম, ১৭ মে ২০২১
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ধরনের সেবা কার্যক্রম সোমবার (১৭) থেকে আবার চালু হচ্ছে। এদিন থেকে বিআরটিএ-এর প্রধান কার্যালয়সহ দেশের সকল সার্কেল অফিসে সেবা কার্যক্রম চালু থাকবে।

রোববার (১৬ মে) রাতে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশ শেখর বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানানো গেছে।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার (১৭ মে) থেকে বিআরটিএ-এর সকল বিভাগীয় ও সার্কেল অফিস খোলা রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেবা কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে বিআরটিএ-এর সব কার্যক্রম বন্ধ ছিল। এরপর গত ৯ মে থেকে দেশের সব মেট্রো ও জেলা সার্কেল অফিসে জরুরি সেবা কার্যক্রম চালু করে সংস্থাটি। এবার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা চালু করতে যাচ্ছে বিআরটিএ।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।