চট্টগ্রামে ভারতফেরত রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০ এএম, ২২ মে ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শ্রী চন্দন কান্তি আইচ (৪২) নামে এক ভারতফেরত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

শ্রী চন্দন কান্তি আইচ বাঁশখালীর পূর্ব চাম্বল হিন্দু পাড়ার বাসিন্দা মৃত মনিন্দ কান্তি আইচের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্রী চন্দন গত ৭ মার্চ মাথায় টিউমারজনিত সমস্যায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। সেখান থেকে ২১ মে কুমিল্লা সীমান্ত দিয়ে তিনি দেশে আসেন। আসার সময় তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। কিন্তু দেশে এসেই তার আগের রোগের অবস্থা গুরুতর হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, ‘দেশে আসার সময় ওই রোগীর করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। আবারও তাকে হাসপাতালে অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা করালেও নেগেটিভ আসে। এ ছাড়া পিসিআর পদ্ধতিতে তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। তবে তিনি মাথায় টিউমারজনিত সমস্যায় মৃত্যুবরণ করেছেন।’

মিজানুর রহমান/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।