দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টাইনে
দক্ষিণ কোরিয়া যেতে দেশটির অধিবাসী ছাড়া অন্য সবাইকে বাংলাদেশে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
রোববার (৩০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সচিব বলেন, ‘যারা দক্ষিণ কোরিয়া যাবেন, সে দেশের অধিবাসী ছাড়া অন্য সবাইকে বাংলাদেশে সাত দিনের কোয়ারাইন্টানে থাকতে হবে।’
প্রবাসীদের জন্য বিমান ভাড়া কমানোর বিষয়টি বিবাচনাধীন জানিয়ে তিনি বলেন, ‘তাদের জন্য কিছু ডিসকাউন্ট করতে পারি কি-না, যারা বিদেশগামী কর্মী, তাদের জন্য। বিমান ভাড়ার ছাড়ের বিষয়টি আরও পরীক্ষা করার দরকার আছে। বিষয়টি এখন পর্যন্ত পরীক্ষার মধ্যে আছে। আমরা চেষ্টা করবো আমাদের কর্মীদের জন্য বিশেষ কোনো ছাড় দেয়া যায় কি না।’
মুনিরুছ সালেহীন বলেন, ‘তাদেরকে (প্রবাসী) অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। এ ভ্যাকসিন দেয়ার জন্য মন্ত্রণালয় একটি তালিকা করবে। যখন ভ্যাকসিন এভেইলেবল (সহজলভ্য) হবে তখন আমাদের বিদেশগামী কর্মী ও গমনে ইচ্ছুকদের ভ্যাকসিন দেয়া হবে। এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোয়ারেন্টাইনের যে অবস্থা চলছে, আমরা চেষ্টা করছি যদি ভ্যাকসিনেশন হয় তাহলে কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা কমবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবে তাদের জন্য সরকার যে সুবিধা দিয়েছে, এটাকে ওয়ার্কআউট করবো, ২৫ হাজার করে দিয়ে যাচ্ছি, দেব। এটার একটি পদ্ধতি আমরা বের করছি।’
সচিব বলেন, ‘আমরা সাবসিটি দেব। এ টাকা দেব, যখনই তারা যাক না কেন। আজকে গেলেও তারা পাবেন, গতকালকেও যদি গিয়ে থাকেন তখনও পাবেন এবং আরও দুই দিন আগে মানে, এ পর্যন্ত কোয়ারেন্টাইনের খরচ যখনই হয়েছে তখনই তারা পাবেন।’
আরএমএম/এমএসএইচ/জেআইএম