যশোরে লাল সবুজের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৩ এএম, ১৭ জুন ২০২১

যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১৬ জুন) গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাশ, সিনিয়র শিক্ষক কার্তিক কুমার হালদার প্রমুখ।

সংগঠনের মনিরামপুর শাখার সভাপতি মারিয়া সুলতানা হিরার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গৌরব সাহা, সাংগঠনিক সম্পাদক অভি হাসান প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে প্রতিবছর এক লাখ গাছের চারা রোপণ করে আসছেন সদস্যরা। এবছরও সারাদেশে এক লাখ চারা রোপণ ও বিতরণ করবেন তারা।

এমএমএ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।