টানা দ্বিতীয় দিন মৃত্যুর শীর্ষে খুলনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২০ জুন ২০২১

দেশের আট বিভাগের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। গতকাল শনিবার (১৯ জুন) ২৪ জন এবং রোববার (২০ জুন) ৩২ জনসহ দুদিনে সেখানে মোট ৫৬ জনের মৃত্যু হয়।

করোনায় মৃত্যুর শীর্ষে এতদিন ঢাকা বিভাগ থাকলেও বর্তমানে খুলনা বিভাগ অন্যতম ‘হটস্পট’ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে চারজন রয়েছেন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ৭৬৩ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বাগেরহাটে ৬৮ জন, চুয়াডাঙ্গায় ৬৮ জন, যশোরে ৭৩ জন, ঝিনাইদহে ৯০ জন, খুলনায় ২২৩ জন, কুষ্টিয়ায় ১৬৪ জন, মেহেরপুরে ১৯ জন, নড়াইলে ৪০ জন এবং সাতক্ষীরা জেলায় ১৪ জন রোগী শনাক্ত হয়।

এমইউ/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।