দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ মাহবুব তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৩ জুলাই ২০২১
ফাইল ছবি

কমিশন বৈঠকে বিভিন্ন সময় ভিন্নমত প্রকাশ করে আলোচনায় আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ হয়েছেন। এর আগে গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালুকদার। সেই রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। কিছুটা সুস্থ হলে পরদিন ২০ জুন কেবিনে নেয়া হয়।

শনিবার (৩ জুন) তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ শনিবার দ্বিতীয়বারের মতো স্যারের করোনা টেস্ট করা হয়েছে। এবারও পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।

জানা যায়, বার্ধক্যজনিত নানা সমস্যায় আগে থেকেই ভুগছেন তিনি। এর আগে বেশ কয়েকবার ছুটি নিয়ে চিকিৎসার জন্য বিদেশও যান মাহবুব তালুকদার।

এইচএস/এসএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।