ঢামেকে ফ্যান-মাস্ক দিল বেক্সিমকো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাযোদ্ধা ও রোগীদের জন্য ৪০০ ফ্যান ও ৩০ বক্স মাস্ক হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মা।
সোমবার (১২ জুলাই) দুপুরের দিকে ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে বেক্সিমকো ফার্মার জেনারেল ম্যানেজার (সেলস) কাজী নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় কাজী নুরুল হক জানান, করোনায় যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, আমরা তাদের ৪০০ ফ্যান ও ফেস মাস্ক দিয়েছি। সামান্য এ উপহার দিতে পেরে আমাদের একটু হলেও ভালো লাগছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, এই উপহার দেয়ায় বেক্সিমকো ফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি। উনারা সব সময় আমাদের পাশে আছেন এবং থাকবেন বলে আশা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর এবিএম জামাল উদ্দিন এবং ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. মো. আশরাফুল আলমসহ বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা।
এমএইচআর/এমএস