করোনায় বেশি মৃত্যু ৫০-৮০ বছর বয়সীদের
করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও রেকর্ড সংখ্যক ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে পুরুষ ১৩৮ ও নারী ১২০ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২০২ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন, বাড়িতে ১৫ জন ও দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, করোনায় গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর ৬৯ শতাংশই ৫১ থেকে ৮০ বছর বয়সী।
২৫৮ জনের মধ্যে ১৭৭ জনের বয়স ৫১ থেকে ৮০ বছর। তার মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৭৩ জন ও ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৫ জন।
এছাড়া ১১ থেকে ২০ বছর বয়সী দুজন, ২১ থেকে ৩০ বছর বয়সী তিনজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ছয়জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩০ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৭ ও ৯১ থেকে ১০০ বছর বয়সী দুজন মারা যান।
মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এমইউ/জেডএইচ/এমকেএইচ