বাসায় টিকা নেয়া চট্টগ্রামের সেই দুই যুবক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১২ আগস্ট ২০২১
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বাসায় বসে টিকা নেয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজা এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান।

তিনি বলেন, ‘বাসায় বসে টিকাগ্রহণের ঘটনায় গ্রেফতার দুই যুবককে পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ৭ আগস্ট মোবারক আলীর মধ্যস্থতায় হাসান ও সাজ্জাদ নামে দুজনকে বাসায় গিয়ে টিকা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্যকর্মী বিষু দত্ত। এরপর টিকাগ্রহণের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন হাসান।

বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে পুলিশ ৮ আগস্ট মধ্যরাতে জাকির হোসেন রোডের একটি বাসা থেকে হাসানকে গ্রেফতার করে। পরদিন ৯ আগস্ট গ্রেফতার করা হয় অবৈধ উপায়ে টিকাগ্রহণে সহায়তাকারী মোবারক আলীকেও।

ওই ঘটনায় হাসান, মোবারক, বিষু দত্ত ও সাজ্জাদ নামে চারজনের বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা করা হয়। ঘটনার পর থেকে বিষু ও সাজ্জাদ পলাতক।

মিজানুর রহমান/এএএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।