নমুনা পরীক্ষা ৮৪ লাখ ছাড়াল
দেশে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ৮৪ লাখ ছাড়িয়েছে। গত বছরের ৮ মার্চে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। আর আজ (১৫ আগস্ট) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি।
এর মধ্যে সরকারি ল্যাবরেটরিতে ৬২ লাখ ২০ হাজার ৭০৯টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ২১ লাখ ৮৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়।
এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।
রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
করোনা সংক্রমণের শুরুর দিকে আইইডিসিআরের মাত্র একটি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হতো। পরবর্তীতে সারা দেশে ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে ৭০৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে।
এমইউ/এমএইচআর/এএসএম