১০ জনের মৃত্যুর দিনে চট্টগ্রামে শনাক্ত ৩০১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৬৬ জনে। একই সময়ে করোনা শনাক্ত হন ৩০১ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ৫০৩ জনে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষায় ৩০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৬১ উপজেলার ১৪০ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪২ জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ছয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইএ