৯ সপ্তাহ পর শনাক্ত নামলো ১৫ শতাংশে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২২ আগস্ট ২০২১
ফাইল ছবি

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত উভয় সূচকই নিম্নমুখী। এর ধারাবাহিকতায় করোনা শনাক্ত নেমে এসেছে ১৫ শতাংশে।

এর আগে গত ১৭ জুন করোনা শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৪ শতাংশ। এরপর থেকেই শনাক্তের হার ঊর্ধ্বমুখী হতে থাকে। বাড়তে বাড়তে জুলাই মাসের শেষ দিকে করোনা শনাক্ত পৌঁছে যায় ৩০ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩০ হাজার ৬১৮টি ও পরীক্ষা করা হয় ৩১ হাজার ৬৮৯টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। গত বছর করোনা সংক্রমণ শুরুর পর থেকে মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক শূন্য ৭১ শতাংশ।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।