মিরপুরে এডিস মশা বেশি: আতিক
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীর মিরপুর এলাকায় এডিস মশার ঘনত্ব তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর-১ এলাকায় ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় ডিএনসিসি মেয়র এ কথা জানান।
ডিএনসিসি মেয়র বলেন, ‘সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই ডিএনসিসি এলাকার ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। সুস্থতার জন্য সামাজিক আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মসজিদের ইমাম বা খতিবরা শুক্রবারের জুমার নামাজের খুতবায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ শেষে মসজিদে আসা মুসল্লিদের উদ্দ্যেশ্যে জনসচেতনতামূলক বার্তা প্রচার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’

আতিকুল ইসলাম বলেন, ‘মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই এডিস মশা এবং ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিস মশা এবং ডেঙ্গু মোকাবিলা করতে হবে।’
সভায় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়ার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আগা খান মিন্টু, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এএএইচ/এএসএম