২৫ সপ্তাহ পর করোনা শনাক্ত ৩ শতাংশে
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৬০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৯৯ শতাংশ।
এ নিয়ে দশম দিনের মতো দেশে শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮ শতাংশে।
এরপর দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়তে বাড়তে জুলাই মাসে শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়ে যায়। সরকার করোনা নিয়ন্ত্রণে প্রায় দেড় মাস সারাদেশে লকডাউন দেয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১ ও নারী ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫১০ জনে।
এ সময়ে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।
এমইউ/এমএইচআর/জেআইএম