করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসায় ইতালির রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৪ অক্টোবর ২০২১

করোনা মোকাবিলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা।

সোমবার (৪ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপসমূহ অতুলনীয়। এসময় তিনি বাংলাদেশের সঙ্গে ইতালির কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করেন।

সাক্ষাৎকালে স্পিকার ও রাষ্ট্রদূত অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার, কোভিড পরিস্থিতির উত্তরণ, আসন্ন প্রি-কপ সম্মেলন নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সারাদেশের মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে এসে কোভিড-১৯ পরিস্থিতি উত্তরণ করেছে সরকার। কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে প্রধানমন্ত্রীর ছয় দফা প্রস্তাব সময়োপযোগী বলে উল্লেখ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতালির ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এইচএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।