কাভার্ডভ্যান কেড়ে নিল পিকআপ চালকের প্রাণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় আব্দুর রহমান ফকির (৫০) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমানের সহকর্মী আমির হোসেন জাগো নিউজকে জানান, নারায়ণগঞ্জের তারাবো এলাকায় (টিকে গ্রুপ পুষ্টি আটা-ময়দা তেল কারখানার সামনে) একটি কাভার্ডভ্যান পেছন দিকে যাওয়া সময় পিকআপভ্যানের সঙ্গে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ফকিরকে চাপা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আব্দুর রহমান ফকির মাদারীপুর জেলার কালিকাপুর থানার হোসনাবাদ গ্রামের আসমত আলী ফকিরের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এমএএইচ/জেআইএম