রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ দুজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো রাইস মিলে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে দুইজন মারা গেছেন। তারা হলেন- হজরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ নভেম্বর) রাতে একজন ও রোববার (২১ নভেম্বর) সকালে একজন মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মো. হজরত আলী শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। আর আজ সকাল ৯টার দিকে মারা যান বেলায়েত হোসেন। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

এস এম আইউব হোসেন আরও বলেন, এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৬০) নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা অবস্থিত সিটি রাইস মিলে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় তিনজন দগ্ধ হন। প্রথমে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।