চট্টগ্রামে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ৩০ নভেম্বর ২০২১
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক শূন্য সাত শতাংশ। এসময় এক হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় একজনের। আর গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়নি কারও।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা হলো এক লাখ দুই হাজার ৩৯৮ জনে। এর মধ্যে এক হাজার ৩৩১ জন মারা গেছেন। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

মিজানুর রহমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।