খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মাহবুবুর রহমান (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আরিফ বলেন, খিলগাঁও রেলগেট এলাকার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আলী আহম্মেদ স্কুলের পাশে একটি ১০তলা ভবন নির্মাণাধীন। বুধবার কাজ করার সময় মাহবুবুর রহমান ওই ভবনের তৃতীয় তলা থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত মাহবুবুরের বাড়ি রাজশাহী। তার বাবার নাম সুরুজ আলী। কর্মসূত্রে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ইএ/জিকেএস