রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয় ফয়জুন্নেসা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।’
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি সুযোগ কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে বিভিন্ন পরামর্শ দেন। নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক-নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসইউজে/এএএইচ/এএসএম