বাংলাদেশকে সাড়ে ৯ লাখ টিকা দিচ্ছে অস্ট্রিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে টিকা হস্তান্তর করেন অস্ট্রিয়া সরকারের প্রতিনিধি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে অস্ট্রিয়া। ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে প্রতীকীভাবে ওই টিকা হস্তান্তর করা হয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর অস্ট্রিয়ার এ টিকা বাংলাদেশে পৌঁছাবে। সোমবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকারের ইউরোপ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখভালের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর পিটার লনস্কি-টিফেনথাল এই টিকা হস্তান্তর করেছেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে।

করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে ওই ডাকটিকিট অবমুক্ত করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।