বাসে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা ১২ হাজার টাকা
রাজধানীতে বাসে হ্যান্ড স্যানিটাইজার না থাকা ও যাত্রীদের মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এসময় পৃথক ১৬টি মামলায় ১২ হাজার পাঁচ টাকা জরিমানা করা হয়। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলে অভিযান।
বিআরটিএ সূত্র জানায়, দেশে করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত কয়েক দিন ধরে এই অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা।
ম্যাজিস্ট্রেট জাগো নিউজকে বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে এই অভিযান পরিচালনা হচ্ছে। বিশেষ করে গণপরিবহনে চালক এবং তার সহকারী, যাত্রীদের মাস্ক পরায় দেওয়া হচ্ছে গুরুত্ব। কোনো বাসে হ্যান্ড স্যানিটাইজার না থাকলে জরিমানা করা হচ্ছে। নিয়মিত চলবে এই অভিযান।
এমএমএ/জেডএইচ/এমএস