ফের সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিকুল
দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডিএনসিসির জনসংযোগ ও তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।
তিনি জানান, মেয়র আতিকুল ইসলামসহ তার পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন। মেয়র নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন মেয়র মো. আতিকুল ইসলাম।
এমএমএ/কেএসআর