সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা উঠলো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০২ মার্চ ২০২২
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দিয়ে মন্ত্রিপরিষদ সচিব, সব সিনিয়র সচিব/সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পক্ষে একান্ত সচিবরা দিনে ১০টি করে এবং সচিবদের পক্ষে একান্ত সচিবরা পাঁচটি করে দশনার্থী পাস ইস্যু করতে পারবেন। এছাড়া অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবরা দিনে পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৪ জানুয়ারি থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয় সরকার।

আরএমএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।