রায় পড়া শুরু
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মামলার রায় পড়া শুরু হয়েছে। সোমবার সকাল ১১টা ২৩ মিনিটে এ রায় পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। এর আগে সকাল সাড়ে ৯টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
৯২ পৃষ্ঠার রায়ের দ্বিতীয় অংশ পড়বেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। রায়ের শেষ অংশ পড়বেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। এর আগে গত ২ জুন রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়।
মোবারকের বিরুদ্ধে ’৭১-এ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, অপহরণ, আটক ও নির্যাতনসহ মানবতাবিরোধী ৪ ধরনের অপরাধে ৫টি অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।