দরিদ্রদের মাঝে মেয়র হানিফ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৮ এপ্রিল ২০২২
মেয়র হানিফ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

সমাজের নিম্ন আয় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে মেয়র হানিফ মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে পুরান ঢাকার নবাবপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ২০তম দিনের মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে গত ১৮ মার্চ পুরান ঢাকার বংশালে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ডে প্রায় ৬ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রায় ২০০ পরিবারকে ৩০ কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মিনিকেট চাল ১০ কেজি, পোলাওয়ের চাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, সরিষার তেল ২৫০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, ঘি ১০০ গ্রাম, সেমাই ২০০ গ্রাম, ছোলা ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, চিনি ১ কেজি, লবন ১ কেজি, লাক্স সাবান ১টি, দুধ ২০০ গ্রাম, মসুরের ডাল ২ কেজি।

খাদ্য সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (সংরক্ষিত আসন) ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর বেগম, ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাজেদ বেপারী, মোহাম্মদ সাদেক মিঠু, জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মোহা. হাবিবুল ইসলাম সুমন।

ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাজেদ বেপারী জাগো নিউজকে বলেন, দরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গত এক বছরে প্রায় ২০ হাজার মানুষকে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০০ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।

এমএমএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।