‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ হলেন সাইদা মুনা তাসনিম

জলবায়ু কূটনীতিতে অবদান রাখায় ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২২’-এ ভূষিত হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
যুক্তরাজ্যের প্রখ্যাত সাময়িকী ‘ডিপ্লোম্যাট’ তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে এক বার্তায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৫ এপ্রিল লন্ডনে এক বর্ণিল অনুষ্ঠানে সাইদা মুনা তাসনিমের হাতে এই পুরস্কার তুলে দেন ‘ডিপ্লোম্যাট’ সম্পাদক ভেনিশা ডি ব্লক ভ্যান কাফেলার।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিক হিসেবে এই পুরস্কারে ভূষিত হয়েছেন সাইদা মুনা।
‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ এমন একটি বিশেষ সম্মানজনক পুরস্কার, যা ১৬৫টিরও বেশি দেশের রাষ্ট্রদূতদের মনোনয়ন ও ভোটের ভিত্তিতে প্রতিবছর দেওয়া হয়।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এই পুরস্কার বাংলাদেশসহ সারাবিশ্বের জলবায়ু শরণার্থী ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করেছেন।
এইচএ/এমআরএম