শেষ মুহূর্তে আতর-টুপি-জায়নামাজ কিনতে ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০২ মে ২০২২

সকাল হলেই ঈদুল ফিতর। কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে ছুটবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ আতর, টুপি ও জায়নামাজ। এবার করোনা সংকট কাটিয়ে জাতীয় ঈদগাহসহ দেশের সব ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। শেষ মুহূর্তে তাই ভিড় জমেছে টুপি, জায়নামাজ ও আতরের দোকানগুলোতে। অন্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে এসব সামগ্রী।

সোমবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা যায়, ভেতরের দোকানের পাশাপাশি বাইরেও অসংখ্য দোকান বসেছে। এসব দোকানে রয়েছে টুপি, জায়নামাজ, আতর, তজবিসহ নানান সামগ্রী। তবে ঈদ কেন্দ্র করে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে টুপি ও আতর।

jagonews24

মানভেদে প্রতিটি টুপি ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তসবিহ মানভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ২০০ টাকায়। ১০০ কুয়া পাথরের তসবিহগুলোর দাম বেশি।

বায়তুল মোকারম গেটের টুপি-তসবিহ বিক্রেতা সহিদুল ইসলাম বলেন, ২০ রমজানের আগে বেচাকেনা একেবারেই ছিল না। তবে এখন বেচাকেনা আল্লাহ দিলে অনেক ভালো।

jagonews24

এসবের পাশাপাশি বেড়েছে জায়নামাজের বিক্রি। মানভেদে ৩শ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা মূল্যের জায়নামাজ বিক্রি হচ্ছে। এসব জায়নামাজ তুর্কি, পাকিস্তান ও চীন থেকে আমদানি করা।
জায়নামাজ বিক্রেতা আলামিন হোসেন বলেন, জায়নামাজ বেচাকেনা অনেক ভালো। এই দিনটার জন্যই আমরা অপেক্ষায় থাকি। ঈদের আগ মুহূর্তে বেচাকেনা বেড়েছে। মানভেদে ৫০ ধরনের জায়নামাজ আছে আমার কাছে।

এছাড়াও সৌদি, দুবাই, ভারতসহ বিভিন্ন দেশের তৈরি আতর বিক্রি হচ্ছে এসব দোকানে।

এমওএস/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।