পাঁচ শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের অর্থসহায়তা
কক্সবাজারের টেকনাফে করোনায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে অর্থসহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ব্রিটিশ রেড ক্রসের সহযোগিতায় ভালনারিবিলিটি টু রেজিলিয়েন্স (ভিটুআর) প্রকল্পের আওতায় এ অর্থ সহায়তা দেওয়া হয়।
শুক্রবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অর্থ সহায়তা দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর-উর-রহমান ও কোষাধ্যক্ষ এম এ সালাম।
রেড ক্রিসেন্ট জানায, করোনাকালীন টেকনাফের মানুষের জীবন-জীবিকায় যে বিরূপ প্রভাব পড়েছিল, সেই ক্ষতি কাটিয়ে উৎপাদনমূলক কার্যক্রমে উৎসাহিত করতেই এ উদ্যোগ নিয়েছে সোসাইটি।
অনুষ্ঠানে ভিটুআর প্রকল্পের আওতায় মূলত কোভিডে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী, বিধবা নারী এবং প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন ৫৪টি পরিবারকে প্রাধান্য দিয়ে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ২৭ হাজার টাকা করে মোট ১ কোটি ৩৬ লাখ ৮ হাজার টাকা দেওয়া হয়।
এ সময় সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর-উর-রহমান বলেন, রেড ক্রিসেন্ট সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে; এ এলাকায় আমরা জীবনমান উন্নয়ন ও জীবিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছি। আপনাদের সহযোগিতায় জীবন মানের উন্নয়ন হলে আমরা আরও বড় কর্মসূচি হাতে নেব।
সোসাইটির কোষাধ্যক্ষ এম এ সালাম বলেন, রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা কার্যক্রমের ৫১ শতাংশ ব্যয় হয় কক্সবাজারে। আপনারা যারা জনপ্রতিনিধি উপস্থিত রয়েছেন তারা সহযোগিতা করলে আমরা আরও বেশি বিপন্ন মানুষের কাছে মানবিক সহযোগিতা নিয়ে পৌঁছাতে পারব।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সহায়তাদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়াসুর রহমান, সেক্রেটারি মো. খোরশেদ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম ও সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নূর হোসেন।
এসএএইচ/এএসএম