চট্টগ্রামে একদিনে ২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৮ আগস্ট ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৬২৪ জনে। শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ। তবে এদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৬৭ জনে। সোমবার (৮ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আগের দিন রোববার ৮ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

সোমবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২১ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১২ জনই নগরের। ৯ জন রয়েছেন চট্টগ্রামের ১৫ উপজেলার।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩ জন, এন্টিজেন টেস্টে ২ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ২ জন, আরটিআরএলের ল্যাবে ১ জন, এপিক হেলথ কেয়ারে ল্যাবে ৪ জন ও এভারকেয়ার হাসপাতালের ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়।

ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।