১৪-১৫ এপ্রিল ডাচ-বাংলা এক্সপো


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ১৪ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী ডাচ-বাংলা এক্সপো। এ মেলার মাধ্যমে নেদাল্যান্ডসের সাথে বাংলাদেশের খাদ্য, কৃষিজাত পণ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক বিনিময় হবে বলে আশা করা হচ্ছে।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ডিবিসিসির প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান খালেদ এসব জানান।

ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার লোগো উন্মোচন করে হাসান খালেদ বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থায় জাতীয় ব্র্যান্ড ইমেজ তৈরি করা জরুরি। এ মেলার মাধ্যমে আমাদের দেশীয় খাদ্য, সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় অ্যামস্টারডাম রাই কনভেনশন সেন্টারে এ মেলায় সার্বিক সহযোগিতা করবে বাণিজ্য মন্ত্রনালয়ের রপ্তানি উন্নয়ন বোর্ড, বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়, নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস, ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস, বাংলাদেশ বোর্ড অব ইনভেস্টমেন্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি এবং এফবিসিসিআই।

মেলার মূল উদ্দেশ্য হিসেবে বাংলাদেশি পণ্য নেদারল্যান্ডস ও ইউরোপিয়ান মার্কেটে রপ্তানি ও বাজারজাতকরণের উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ মেলার মাধ্যমে দুদেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে আলোচনা ও নেটওয়ার্কিং সিস্টেম গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মেলার কনভেনার আনোয়ার শওকত আফসার, শাহরিয়ার তাহা, নেদারল্যান্ডস দূতাবাসের কর্মকতা পিটার প্রমুখ।

এএম/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।