বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৯ নভেম্বর ২০১৪

হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প ও বিবিয়ানা থেকে ধনুয়া গ্যাস পাইপ লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তিনি বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, বিবিয়ানা-২ ৩৪১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন করেন।

শনিবার দুপুর ১২টার দিকি তিনি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছেন। বিকেল তিনটার দিকে তিনি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকায় ফিরবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।