নিউইয়র্কে জয়শঙ্করের নৈশভোজে মোমেন

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই নৈশভোজের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, ড. জয়শঙ্কর আগেই ড. মোমেনকে এই নৈশভোজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এতে মোমেনের পাশাপাশি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেন।
নৈশভোজের বিষয়ে টুইটারে এক বার্তায় জয়শঙ্কর বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সমমনা দেশগুলোর সহযোগীদের সম্মানে একটি আয়োজন করতে পেরে আমি আনন্দিত।
এইচএ/জেএইচ/এএসএম